নিজস্ব সংবাদদাতাঃ ভোটের সরাসরি ময়দানের পাশাপাশি এবার ভোটের কৌশলের অংশ হতে চান বিজেপি নেতা সৌমিত্র খাঁ।
/anm-bengali/media/post_attachments/207e0f54a5167b2bd96e890a4425430c140b642559b1f8e94dcf3d8642fd09bf.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, ভোট-স্ট্র্যাটেজিস্ট হতে সৌমিত্র চান। সুতরাং, ভোট-স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর ভোটের রণকৌশল তৈরি করে দেন। শুধু তাইই নয়, আগামী দিনেও ভোটের ময়দানে কি হতে চলেছে সব কিছুর ভবিষ্যদ্বাণী করেন তিনি। তবে এবার প্রশান্তের জায়গা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন সৌমিত্র খাঁ।
/anm-bengali/media/post_attachments/8809e889ceaee69c34a5ddc83f20f987184d5023f9fb10ab101fc3b372c5b6a0.jpg)
এক্ষেত্রে প্রসঙ্গত যে, চলতি বছরের লোকসভা নির্বাচনের ভোটে জয়ী হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)