নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা গুনা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, " ২৫ বছরের দীর্ঘদিনের দাবি ছিল, যা ১৬ মাসে বিজেপি সরকার পূরণ করেছে। নতুন ১৫ কিলোমিটার দীর্ঘ বাইপাসটি এখন শহরে প্রবেশ না করেই গুনা অতিক্রম করার জন্য ট্রাকগুলিকে রাস্তা করে দেয়। আমাদের হাইওয়ের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন গোয়ালিয়র-শিবপুরী-গুনা-দেওয়াস থেকে ৫০০০ কোটি টাকা খরচ করে ৪৫০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের হাইওয়ে তৈরি হয়েছে। গুনায় দুটো বা তিনটে ট্রেন থামত না, কিন্তু এখন দেশের নানা প্রান্ত থেকে ট্রেন আসে এই লাইনে। "
/anm-bengali/media/post_attachments/afe2a0c5-6f3.png)
/anm-bengali/media/post_attachments/d38d55ae67877d2c40c8890b592957c052c989615feb415f227ffbf9bfd945a4.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)