নিজস্ব সংবাদদাতাঃ সরাসরি প্রাণে মারার হুমকি ! সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে কল করে বিজেপি নেতা অর্জুন সিং'কে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি সেই ফোন কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
/anm-bengali/media/post_attachments/2bc69d0dbd6bd62b967899c97e88bdce99ce28c6dc3588418cf8e596c6c9f6b4.jpg?impolicy=website&width=640&height=480)
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/04/Mamata-Arjun.jpg)
তিনি বলেছেন, '' মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই করাতে পারেন। তবে আগে থেকে জানিয়ে আমাকে শেষ করা সম্ভব না। ” তিনি আরও জানিয়েছেন যে ফোন কলে তাকে হিন্দি ভাষায় বলা হয়েছে যে, ' অর্জুন সিং, পারলে ২৯ তারিখ পর্যন্ত বেঁচে দেখাও। সবার মাঝে তোমাকে গুলি করে মারব। ' অর্জুন সিং এই ঘটনার কথা জানিয়ে ব্যারাকপুর থানায় অভিযোগ করেছেন।
তিনি আরও জানিয়েছেন যে, '' এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন ব্যবস্থা। ” পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)