নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচার চলছে। রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালাচ্ছে। এই আবহে জালেসরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক জনসভায় যোগ দেন। তার এই জনসভাতে অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
/anm-bengali/media/post_attachments/5fe224f1-e0f.png)
তবে সূত্র মাত্রফত জানা গিয়েছে যে, এই জনসভা চলাকালীনই সভায় আগত লোকেদের মাথার ওপরে হঠাৎই তাঁবু ভেঙে পড়ে। তবে এই ঘটনায় আহতের কোনও খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/post_attachments/7e5395c6-3f0.png)
তাঁবু ভেঙ্গে পড়তেই দলের কর্মী সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দেখুন সেই ভিডিও।
/anm-bengali/media/post_attachments/e761b6e9-539.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)