নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা পরেই চেনা ছন্দে জনসংযোগে নেমেছেন দিলীপ ঘোষ। আজ মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতঃভ্রমণে যান এবং সেখান থেকে সিটি সেন্টার এলাকা ঘুরে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাতভ্রমণকারীদের সাথে কথা বলেন। এরপরে স্থানীয় কাশীরাম বস্তি এলাকায় একটি দেয়াল লিখন করেন। তারপর মেন গেট এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ।
সকাল থেকে দিলীপ ঘোষকে দেখতে সর্বত্রই ভিড় জমান সাধারন মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকরা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ' সারা পশ্চিমবাংলায় কে কি করেছে তার রেকর্ড আছে আমাদের কাছে। যদি শুধরে না যায় তাহলে আমরা শুধরে দেবো। তখন তাদের বাড়িতে বসে ইলেকশন টিভিতে দেখতে হবে। পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুক। ''
এছাড়া দিলীপ ঘোষ চন্দ্রনাথ সিনহার প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, '' এই মন্ত্রীর কোন স্ট্যাটাস নেই। ৪১ লক্ষ টাকা কোন টাকা হল ? কোটি কোটি টাকা না হলে টিএমসির নেতা মন্ত্রীর কোনো স্ট্যাটাস থাকে না। '' তিনি আরও বলেন, '' কীর্তি আজাদ কিছুই জানেন না। উনি ভোটে লড়তে এসেছেন। যে দিদির হাত ধরে তিনি এসেছেন, সেই দিদির পা ঠিক নেই। তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি কিছুই জানতে পারবেন না। ...'' এমনই কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।