নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার।
/anm-bengali/media/post_attachments/4ef78409-95f.jpg)
এই বিষয়ে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হর্ষ মালহোত্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বলেন, " ভারতের নির্বাচন কমিশন সবসময় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে আসছে। এ বছর প্রায় ২ কোটি নতুন ভোটার তালিকায় রয়েছেন এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটাররা বাড়ি থেকে ভোট দিতে পারবেন। ''
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)