জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা! স্থগিত রাখা হল ছাত্র সংসদ নির্বাচন
বিক্ষোভেই কাজ হল, বেতবোনাতে ফিরে আসতে বাধ্য হলেন রাজ্যপাল
মুর্শিদাবাদের ঘটনায় এবার প্রতিবাদ শুরু উত্তরপ্রদেশে
কেমন পরিস্থিতি? মুর্শিদাবাদের ডিএম রাজর্ষি মিত্র কি বললেন?
রাজ্যপাল আসেননি, নতুন করে উত্তপ্ত বেতবোনা
হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে রাজ্যপাল! স্থানীয়দের দাবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিভি আনন্দ বোসের
Murshidabad: এটাও বলা হচ্ছে যে (পশ্চিমবঙ্গ) সরকার নিজেই সেখানে এই ধরনের ঘটনার সাথে জড়িত, যা দেশের জন্য ভালো নয়- সোজা নিশানা
মারাঠি মানুষের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়, দাবি কংগ্রেস বিধায়কের
দমকল বাহিনীর সচেতনতা প্রচার

পাথর খাদানে স্নানে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাথর খাদানে স্নানে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল উত্তর থানা এলাকার কে.ডি সিম কোলিয়ারি এলাকার পাথর খাদানে বেশ কয়েকজন যুবক স্নান করতে গিয়েছিল। স্নানের সময় দুই যুবক হঠাৎ একই সঙ্গে জলে তলিয়ে যায়৷ জলে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম মোঃ ফারহান (১৬) ও মোঃ বরকতউল্লাহ আনসারী ( ১৯)৷  খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় উত্তর থানার পুলিশ। এরপর কীভাবে ওই দুই যুবক জলে তলিয়ে গেল, তা জানার চেষ্টা করে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি এখানে অনেকজন স্নান করছিল। তার মধ্যে দুই যুবক তলিয়ে যায়। স্থানীয়রা যুবকদের খোঁজার চেষ্টা করলেও খুঁজে পায়নি। তলিয়ে যাওয়া যুবকদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে।