বিক্ষোভেই কাজ হল, বেতবোনাতে ফিরে আসতে বাধ্য হলেন রাজ্যপাল

গ্রামবাসীরাও জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cv anand ghj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রতিবাদের মূল বক্তব্য ছিল রাজ্যপাল আসেননি। তাই রাজ্যপালের গাড়ি ও তাঁর সাথে থাকা নিরাপত্তারক্ষীদের একটি কনভয় সামশেরগঞ্জের বেতবোনা এলাকা অতিক্রম করতেই রাস্তায় বিক্ষোভে বসে যান গ্রামবাসীরা। ফলে রাজ্যপালের বাকি কনভয় সেই বিক্ষোভের মুখেই আটকে যায়। বেতবোনা গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, “রাজ্যপাল আমাদের কথা শুনলেন না। আমাদের দুর্দশার কথা জানতে চাইলেন না। এটা কীভাবে হয়?”

তাঁদের সেই প্রতিবাদের খবর গিয়ে পৌঁছায় রাজ্যপালের কাছেও। আর তাতেই কাজ হল। মাঝ রাস্তা থেকে ফের ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করলেন বেতবোনার গ্রামের বাসিন্দাদের সাথে। শুনলেন তাঁদের কথা। গ্রামবাসীরাও জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা। 

z125iol