নিজস্ব সংবাদদাতা: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্বাচন কার্যালয়ে বাম ছাত্র সংগঠন এবং ABVP-র সদস্যদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ঘটনায় ভাঙচুর করা হয় নির্বাচনী কার্যালয়।
JNU ছাত্র সংসদের বামপন্থী সভাপতি ধনঞ্জয় কুমার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অনুরোধে মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সীমা আধঘণ্টা বাড়ানো হয়, আর সেই সিদ্ধান্তকে ঘিরেই গোলমাল বাধায় ABVP। তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়ার এবং কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগও তোলেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/19/NshGl9OPRqJGSoiIowuD.JPG)
অন্যদিকে ABVP পাল্টা দাবি করেছে, নির্বাচনী আধিকারিকরা বাম সংগঠনের পক্ষে পক্ষপাতিত্ব করছেন, আর তার প্রতিবাদেই তারা আন্দোলনে নামেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার কারণে আপাতত JNU-তে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।