নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় কৃষকদের দুরবস্থা নিয়ে সরব হল বিজেপি শিবির। রবিবার এক সাংবাদিক বৈঠক বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'বাংলায় ফসলের সহায়ক মূল্য মিলছে না। কৃষকদের দুর্দশার জন্য দায়ী রাজ্য সরকার। জোর করে কৃষি জমি ভরাট করা হচ্ছে। বাংলার চাষিরা ফসলের সঠিক দাম পাচ্ছে না। বন্দুকের নলের সামনে বাংলার কৃষকরা। রাজ্যে কর্মসংস্থান নেই বলেই ১০০ দিনের কাজে প্রথম বাংলা। সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলন তৃণমূলের নয়, ওটা সাধারণ মানুষের লড়াই ছিল।'