লাগাতার কয়লা উত্তোলনে বিস্ফোরণ, ফাটল,পুনর্বাসনের দাবিতে সরব গ্রামবাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লাগাতার কয়লা উত্তোলনে বিস্ফোরণ, ফাটল,পুনর্বাসনের দাবিতে সরব গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের জন্য প্রতিদিন বিস্ফোরণ ঘটাচ্ছে উত্তোলনকারী সংস্থা। তার জেরে কেঁপে উঠছে গোটা গ্রাম। তার বিরুদ্ধেই সংবাদমাধ্যমের কাছে অভিযোগ জানালো গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিস্ফোরণের কম্পনে বিশাল বিশাল ফাটল তৈরি হয়েছে গ্রামের অধিকাংশ বাড়িতে। পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন গ্রামের মানুষ। যদিও গ্রামবাসীদের অভিযোগ, এখনও কোনও ব্যবস্থাই নেয়নি উত্তোলনকারী সংস্থা ও বাঁকুড়া জেলা প্রশাসন। যদিও গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গ্রামে কম্পনের মাত্রা মাপতে আইআইটির একটি বিশেষজ্ঞ দলের পরামর্শ নিতে শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই আইআইটি খড়গপুর ও ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনসের বিশেষজ্ঞ দল গ্রামে সার্ভে করার পাশাপাশি গ্রামের প্রান্তে ভাইব্রোমিটার বসিয়ে বিস্ফোরনের সময় কম্পনের মাত্রা পরিমাপ করার প্রক্রিয়া শুরু করেছে। তবে কম্পনের মাত্রা মাপার ক্ষেত্রেও উঠেছে বেনিয়মের অভিযোগ। গ্রামবাসীদের দাবি সাধারণত খোলামুখ খনিতে যে ধরনের বিস্ফোরণ ঘটানো হয় বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে তার তুলনায় অনেক কম মাত্রায় নিয়ন্ত্রিত বিস্ফোরন ঘটানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ মানতে চায়নি কয়লা উত্তোলনকারী পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।