ঝাড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ ৪ জন গ্রেফতার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঝাড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ আগ্নেয়াস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানার পুলিশ। বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধার। পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার এর পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেফতারের কাজ জোরকদমে চলছে। শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের মধ্যে ফ্লাইওভারের নিচে পুলিশ খবর পায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি ঘোরাফেরা করছে। পুলিশের কাছে খবর ছিলো শহরের মাঝে লোকালবোর্ড পুকুরের কাছে কিছু দুষ্কৃতী জমায়েত হচ্ছে। তল্লাশি চালিয়ে বুদ্ধদেব সিংকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ গ্রেফতার করে। বুদ্ধদেব সিং এর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ধাদকি ডাঙ্গা এলাকায়। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। পাশাপাশি জেলার বিনপুর থানার মাগুরিয়া থেকে বিশ্বজিৎ দাস, বেলিয়াবেড়া থানার আন্ধারিয়া থেকে কিশোর বিশাল, লালগড় থেকে নিধির সবরকেও রাতেই পুলিশ অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে। রবিবার ঐ চার জনকে ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধার এর পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। লালগড় থেকে ধৃত নিধির শবরকে চারদিনের পুলিশি হেফাজত দিলেও বাকি ৩ জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত।