নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গি দমনে আবারও বিপুল সাফল্য পেল নিরাপত্তা রক্ষীরা। জম্মু ও কাশ্মীরের বুদগাম ও পুলওয়ামা জেলায় দুটি পৃথক এনকাউন্টারে সক্রিয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (লেট) এবং জৈশ-ই-মহম্মদের (জেইএম) পাঁচ সন্ত্রাসবাদী রাতারাতি নিহত হয়েছে বলে দাবি করেছে জম্মু কাশ্মীরের পুলিশ। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত জঙ্গিদের মধ্যে জৈশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানি এবং এক পাকিস্তানি সন্ত্রাসবাদীও রয়েছেন।