‘আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব’, বার্তা রাষ্ট্রসংঘ প্রধানের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব’, বার্তা রাষ্ট্রসংঘ প্রধানের

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় দুই দশকের গণতন্ত্রের কফিনে পেরেক পুঁতে আফগানিস্তান দখল করেছে তালিবান। মৌলবাদীদের রাজত্বে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিরীহ আফগান নাগরিকদের। মহিলাদের অবস্থা আরও শোচনীয়। এহেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট বলেন, “আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব”। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখেন গুতেরেস। তিনি বলেন, “তালিবান শাসনের ছ’মাস পেরিয়ে যাওয়ার পর কার্যত একটি সুতোয় ঝুলছে আফগানিস্তান। নিরাপত্তা ও মানবিকতার খাতিরে এই মুহূর্তে আফগানদের পরিত্যাগ করতে পারে না বিশ্ব।” তিনি আরও বলেন, “এই মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের দিকে মনোনিবেশ করুক আন্তর্জাতিক মঞ্চ ও পরিষদ। এখনই তেমন পদক্ষেপ না করলে দেশটিতে পরিস্থিতি আরও খারাপ হবে। আমজনতা শান্তি ও স্বস্তি চাইছে। তাদের একলা ছেড়ে দিতে পারে না বিশ্ব।”