বাবর-তৈমুর কে পাকিস্তান সমর্থন করে, ভারত নয় ! বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

কেন হঠাৎ এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
rajnath singh jkl.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তান সম্পর্কে নিজের বক্তব্য রাখতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। আজ মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, "পাকিস্তানে বাবর, তৈমুরের প্রশংসা হতেই পারে, কারণ এদের উভয়েরই নীতি ও রাজনীতি ভারত বিরোধী। পাকিস্তান যেসব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তাদের নামও এইসব আক্রমণকারীদের নামেই রাখা হয়েছে। কিন্তু এদেশের কিছু মানুষের কী এমন বাধ্যবাধকতা আছে যে তারা বাবর-তৈমুরদের সমর্থন করছে ? এর মাধ্যমে তারা দেশের মুসলিম সম্প্রদায়কেও অপমান করছে।''

rajnath singhhhhhhhhhh.jpg

এরপর তিনি বলেন, ''আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। আমাদের কাছে সব ভারতীয়ই সমান। এই আদর্শ আমরা শিখেছি ছত্রপতি শিবাজী মহারাজ ও মহারাণা প্রতাপের কাছ থেকে, যারা কখনও ধর্মের ভিত্তিতে রাজনীতি করেননি।"