নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার ভোট নিয়ে করলেন বড় দাবি। তিনি বলেছেন, "আমি জনগণের কাছে এনডিএ জোটকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি এবং কামনা করছি যে আমার বাবা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি রাজ্যের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবেন। আমার বাবা সুস্থ আছেন এবং তিনি আগামী পাঁচ বছর রাজ্যের নেতৃত্ব দিতে সক্ষম। আমার বাবা গত ২০ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে বিহারের উন্নয়নের জন্য কাজ করেছেন"।
/anm-bengali/media/post_attachments/ibnlive/uploads/2025/01/nishant-kumar-2025-01-ab9bf195e6f39c7faae23dc70437c1e7-4x3-590089.jpg)