নিজস্ব সংবাদদাতা : আজ মুর্শিদাবাদ হিংসায় আক্রান্ত বিভিন্ন পরিবারের সাথে দেখা করতে, ও তাদের বক্তব্য শুনতে মালদা সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। আর এবার হিংসা কবলিত মুর্শিদাবাদের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। তিনি বলেন, "হিংসায় আক্রান্ত ব্যক্তিরা বিশেষ করে মহিলারা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালিয়েছে ও তাদের শারীরিক নিগ্রহ করেছে। অনেক ভুক্তভোগী এখনও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন।"
/anm-bengali/media/media_files/SITmcrlqDasmab3FHgCL.png)
এরপরেই রাজ্যপাল জানান, তিনি এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং অবিলম্বে মুর্শিদাবাদে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন।