২১৭ এর বিপরীতে ১৫৯ এই থামতে হল আরআরকে
কসবায় নিরীহ শিক্ষকদের উপর নৃশংস নির্যাতনের পর, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ দরজার আড়ালে আর কোন নতুন ভয়াবহ ষড়যন্ত্র করছেন? মমতা ব্যানার্জিকে কি বললেন সুকান্ত মজুমদার?
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা আবারও উন্মোচিত হয়েছে- মুখ্যমন্ত্রীকে চরমতম নিশানা
মমতাকে নিশানা সুকান্তর
আজকের রাশিফল : মকর-মীনের ভাগ্যে কী লেখা আছে আজ?
আমাদের আন্দোলন কেবল তীব্রতর হবে, প্রতিদিন আরও শক্তিশালী হবে যতক্ষণ না এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় এবং নবান্নের ১৪ তলা পর্যন্ত পৌঁছায়- মমতাকে চরমতম নিশানা
গোয়ার মুখ্যমন্ত্রী কি বললেন ?
ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ মিছিল
চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিস ঘেরাও অভিযান

কল্যাণেশ্বরী মন্দিরের সংস্কারের প্রয়োজন,পরিদর্শনে সরকারি আধিকারিকরা

author-image
Harmeet
New Update
কল্যাণেশ্বরী মন্দিরের সংস্কারের প্রয়োজন,পরিদর্শনে সরকারি আধিকারিকরা

রাহুল পাসওয়ান, আসানসোলঃ প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরের সংস্কারের প্রয়োজন। আর সেই কারণেই কল্যাণেশ্বরী মন্দিরের সেবায়েত কমিটির পক্ষ থেকে এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করা হয়েছিল। আর সেই অনুরোধের ফলে সরকারি আধিকারিকরা আজ কল্যাণেশ্বরী মন্দির পরিদর্শন করে গেলেন। সরকারি বিভিন্ন খাত থেকে যেভাবে উন্নয়ন করা সম্ভব সেই উন্নয়ন তাঁরা করবেন বলে জানিয়েছেন। এদিন আসানসোল পৌরনিগমের কমিশনার তথা এডিডিএ-এর সিইও নিতীন সিংঘানিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল কল্যাণেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দিরের বিভিন্ন জায়গায় জল পড়ছে, এছাড়াও আরও বেশ কিছু নির্মাণের সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে পার্কিং থেকে শুরু করে পর্যটকদের জন্য নানান সুযোগ-সুবিধার।
নিতীন সিংঘানিয়া জানান, পর্যটকদের সুবিধার জন্য যা যা করার তাঁরা সমস্তটাই করবেন। একটা পরিকল্পনা করা হবে। এরপর এডিডিএ এবং পৌর নিগম থেকে যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা তাঁরা খুব তাড়াতাড়ি করবেন।
 প্রশাসনের উদ্যোগে খুশি মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সেবায়েত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন "আমরা এডিডিএ চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম। অনুরোধ করার পরই আজ সরকারি টিম এল। আমরা আশা করছি এরপর মন্দির সংস্কারের কাজ হবে।