মৃত্যুবার্ষিকীতে সৌমিত্র-স্মরণ কন্যা পৌলমীর

author-image
Harmeet
New Update
মৃত্যুবার্ষিকীতে সৌমিত্র-স্মরণ কন্যা পৌলমীর

নিজস্ব সংবাদদাতাঃ আজ বাঙালির মন জুড়ে একটা চাপা কান্না। তিনি অপরাজিত, তিনি বাঙালির মননে, জীবনে চিরন্তন- তবুও তাঁর চলে যাওয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়। আজ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ১৫ই নভেম্বর কোভিড পরবর্তী অসুস্থতার জেরে প্রাণ হারান বাঙালির সবচেয়ে প্রিয় ‘ফেলুদা’। বাংলার প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। ছবির পাশাপাশি মঞ্চের প্রতি টানও ছিল প্রবল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন, তাঁর রচিত নাটক ‘টাইপিস্ট’ মঞ্চস্থ হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ। আর সেই নাটকের নির্দেশনার দায়িত্বভার সামলালেন সৌমিত্রর সুযোগ্য কন্যা পৌলমী বসু। এদিন ‘মুখোমুখি ' নাট্যগোষ্ঠীর তরফে মোট দুটি নাটক মঞ্চস্থ করা হয়। একটা নতুন (টাইপিস্ট), একটা পুরনো। পুরনো নাটকটির নাম ‘দুটি কাপুরুষের কথা’। পৌমলী দেবী জানান, ‘ভালো লাগছে, কারণ এই নাটকের মাধ্যমে বাবাকে আবার কাছাকাছি পাচ্ছি। এই নাটকের মাধ্যমে বাপির ছোঁয়া খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা সংলাপে মনে হচ্ছে বাবা আমার সঙ্গে আছে, পাশে আছে’। পৌলমী বসুর পাশাপাাশি এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেবশংকর হালদার। তাঁর কথায়, ‘প্রত্যেকটা দিনই সৌমিত্র স্মরণের দিন। তাঁকে স্মরণ করবার জন্য আলাদা দিনের দরকার পরে না। তবুও আমাদের মন খারাপ হয়। তবে এই নাটকের রিহার্সালের সময় যখন ওঁনার ব্যবহৃত কোট, মাফলার ব্যবহার করছি তখন শিহরিত হচ্ছি’।