নিজস্ব সংবাদদাতা: তাহলে কি চাপের মুখে নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল রাজস্থান সরকার! সেপ্টেম্বর মাসে গতমাসেই বিধানসভায় ধ্বনি ভোটের মাধ্যমে রাজস্থানে বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল, ২০২১ পাস হয়। আর ওই বিতর্কিত বিলে বলা হয় যে, কোনও নাবালিকার বিয়ের বৈধ্যতার জন্য ৩০ দিনের মধ্যে বিয়ের যাবতীয় নথি অভিভাবককে সরকারের কাছে জমা করতে হবে। তবে এই বিল পাস হওয়ার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে গেহলট সরকার। তবে চাপের মুখে পড়ে এবার এই আইন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে গেহলট সরকার।