নিজস্ব সংবাদদাতা: এবার উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা। আক্রান্ত তৃণমূলকর্মী। দলীয় বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর অনুগামী। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর কলকাতায় বর্তমানে চিকিৎসাধীন। মাদক কারবারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। জীবনতলা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের, অধরা অভিযুক্তরা।
/anm-bengali/media/post_banners/Fi7DoCg0FGMFbeRYwDTj.jpg)