নিজস্ব সংবাদদাতা: বিয়ের পর হানিমুনে না মিছিলে যাবেন? দিলীপ ঘোষের নব বিবাহিততা স্ত্রী রিঙ্কু মজুমদার বললেন, "রাজনীতিটা অবশ্যই প্রাধান্য বেশি লেট করলে মজা থাকে না। দেখা যাক ১৫-২০, একমাসের মধ্যে যদি ব্যবস্থা করা যায়।" দিলীপ আরও বললেন, "বাড়িতে একটা লোক ঢুকে পড়েছে এই যা। আমি ডাকিনি। উনিই ধড়াম করে বললেন বিয়ে করব। আমি সঙ্ঘের প্রচারক ছিলাম। সভাপতি, বিধায়ক,সাংসদ হতে বলেছিল, হয়েছি। আমি বর্ধমান-দুর্গাপুরেও গিয়েছিলাম। দল বলেছিল বলে উদ্দেশ্য জেনেও গিয়েছিলাম। প্রচারে মনে হচ্ছিল বর্ধমানেই ভোট হচ্ছে শুধু। আমার চয়েস নই, উনিও আমার চয়েস নয়। উনি আমাকে চয়েস করেছেন। হানিমুন আমি বলেছি, যাব কি না, জানি না। জোর করবে না। ফুচকা খেতে, শপিম করতে নিয়ে যাব না।" রিঙ্কু বললেন, "সুইৎজারল্যান্ড, প্যারিস যাওয়ার তো ইচ্ছে ছিল!" দিলীপ বললেন, "বিদেশের টান বা রুচি নেই। আমার খাবার, পরিবেশ পছন্দ। সৌমিত্র তো বলেছিল বিদেশ গেলে খরচা দেবে!"
/anm-bengali/media/media_files/2025/04/17/jBsQk1YsFn4UHP13Ytia.jpg)