নিজস্ব সংবাদদাতাঃ পুরাণে গনেশের হাতির মাথা নিয়ে একটি গল্প রয়েছে। যেখানে বলা হয়েছে গজাসুর বলে এক অসুর ছিল। যে হাতির মস্তক বিশিষ্ট ছিল। একদা গজাসুর ভগবান শিবকে তুষ্ট করে। এবং শিবের থেকে বর হিসাবে নিজের পাকস্থলীতে শিবকে বাস করতে বলেন। শিব গজাসুরের এই আবেদনে রাজি হয়ে যান এবং বর স্বরূপ গজাসুরের পাকস্থলীতে বাস করতে শুরু করেন। তবে মা পার্বতী শিবের চিন্তায় পাগল হতে বসে এবং তাকে খুঁজতে বের হন। ভগবান বিষ্ণুর সহায়তায় তিনি পুরো বিষয় জানতে পারেন। অবশেষে গজাসুরকে বধ করা হলে ভগবান শিব উদ্ধার হন। তবে গজাসুর মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেন তার মস্তকটি যেন পুজো পায়। সেইমত শিব নিজ পূত্রের সঙ্গে তার মস্তক পরিবর্তন করেন। সেই থেক গনেশের মস্তকের বর্তমান রূপ আসে।