গনেশ ও ইঁদুরের গল্প

author-image
Harmeet
New Update
গনেশ ও ইঁদুরের গল্প

নিজস্ব সংবাদদাতাঃ একদা মূষকরাজ নামের এক অসুরের তীব্র অত্যাচারে কেঁপে উঠেছিল দেবালক। মূষকরাজের অত্যাচার এতটাই বৃদ্ধি পেয়েছিল যে অবশেষে সমস্ত দেব একত্রে মহাদেবের স্মরনাপন্ন হন। 


ইঁদুর কেন গণেশের বাহন জানেন?

তখন মহাদেবের আদেশে ভগবান গনেশ মূষকরাজের কাছে যান। গনেশের বিক্রমের কাছে মূষকরাজ পরাজিত হন এবং তারপরেই মূষকরাজকে ইঁদুর হিসাবে নিজের বাহন নিযুক্ত করেন ভগবান গনেশ।