New Update
হরি ঘোষ, দুর্গাপুর : স্বাস্থ্যসাথী কার্ডের রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতাল গুলির বিরুদ্ধে। কিন্তু দুর্গাপুরের শোভাপুরের এক বেসরকারী হাসপাতাল ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল। এক সদ্যোজাতকের বিরল রোগের ব্যয়বহুল অস্ত্রোপচার করল স্বাস্থ্যসাথীর মাধ্যমে। আপাতত সুস্থ নবজাতক , হাসি ফুটেছে বাবা-মা সহ ওই হাসপাতালের চিকিৎসক মন্ডলীর। ঘটনাটি ঘটেছে, ধানবাদের চিরকুন্ডার বাসিন্দা নবীন কুমার ঠাকুর ও আসানসোলের গোপালপুরের বাসিন্দা কিরন ঠাকুরের। কিরন গর্ভবতী হওয়ার ৮ মাসের মাথায় সিজার হয়ে পুত্রসন্তান জন্মলাভ করে।
কিন্তু তারপরেই ওই দম্পতির মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তারা জানতে পারে যে তাদের সদ্যজাত সন্তান এক বিরলতম রোগের শিকার , ডাক্তারী পরিভাষায় যার নাম "এনকেফেলোসি"। যা ১০ হাজার শিশুর মধ্যে এক জনের এই রোগ দেখা যায়।নবজাতকের বয়স যখন মাত্র ৪ দিন, তখনই এক জটিল অস্ত্রোপচার হয়।আপাতত স্থিতিশীল আছে ওই শিশু। প্রায় ৩ ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন ডাক্তার চন্দ্রশেখর সিং।
kolkata
india
westbengal
news
swasthya sathi
bengalinews
latestnews
breakingnews
kolkatanews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
durgapure