কানাডায় প্রথমবারের মতো বন্ধ হলো বিশ্বের সবচেয়ে বড় বরফের স্তূপ

author-image
Harmeet
New Update
কানাডায় প্রথমবারের মতো বন্ধ হলো বিশ্বের সবচেয়ে বড় বরফের স্তূপ

নিজস্ব সংবাদদাতাঃ কানাডার বিখ্যাত রিডাউ ক্যানাল স্কেটওয়ে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আইস স্কেটিং রিঙ্ক, বরফের অভাবে এই মরসুমে প্রথমবারের মতো খুলবে না বলে জানা গিয়েছে। ৭.৮ কিমি দীর্ঘ রিডাউ ক্যানাল স্কেটওয়ে, যা ৫০ বছর আগে প্রথম খোলা হয়েছিল, এটি কানাডার রাজধানী অটোয়ায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ যা কানাডার শীতকালে বহিরঙ্গন রোমাঞ্চের সন্ধানকারী স্কেটিং উৎসাহীদের জন্য একটি শীর্ষ আকর্ষণ। জাতীয় রাজধানী কমিশন (এনসিসি) জানিয়েছে মৃদু শীতের ফলে বরফের অভাবে এই মরসুমে প্রথমবারের মতো রিডাউ ক্যানাল স্কেটওয়ে বন্ধ থাকবে।