নিজস্ব সংবাদদাতা: স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের শেষের দিকে স্পেনের প্রধানমন্ত্রী ও অন্যান্য হাই-প্রোফাইলকে লক্ষ্য করে ছয়টি বোমা পাঠানোর সন্দেহে এক স্প্যানিশ নাগরিককে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। গত ৩০ নভেম্বর মাদ্রিদে ইউক্রেনের দূতাবাসে ছয়টি লেটার বোমা হামলায় একমাত্র আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই ঘটনার জেরে কর্তৃপক্ষ জানিয়েছিল, পাঁচটি বোমা, সবগুলোই নিরাপত্তা স্ক্রিনিংয়ের মাধ্যমে আটক করা হয়েছে এবং এতে কেউ হতাহত হয়নি।