নিজস্ব সংবাদদাতাঃ ১৯ দিন ধরে উত্তর কসোভোর মিত্রোভিকা শহরে সড়ক অবরোধ করে রাখে সার্ব বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হয়েছে তারা। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুসিকি বলেন, 'সার্বিয়ান শহর রাস্কায় উত্তর কসোভো থেকে সার্বদের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যারিকেড সরিয়ে নেবে তারা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এতে সময় প্রয়োজন।' তিনি আরও বলেন, 'দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বেলগ্রেড এবং প্রিস্টিনার মধ্যে আলোচনার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তারা আমাদের নিশ্চিয়তা দিয়েছে যে সড়ক অবরোধ স্থাপনকারী সার্বদের বিচারের আওতায় আনা হবে না।'