নিজস্ব সংবাদদাতা : ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিন iNCOVACC-কে কো-উইন পোর্টালে অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রকে অনুরোধ করল ভারত বায়োটেক। ভ্যাকক্সিন প্রাপকরা যাতে টিকা শংসাপত্র পেতে সক্ষম হয় সেই জন্য অনুরোধও করেছে টিকা উৎপাদনকারী এই সংস্থা।
সূত্রের খবর,ভারত বায়োটেক বর্তমানে আন্তর্জাতিক "সম্ভাব্য অংশীদারদের" সাথে আলোচনা করছে যারা বিশ্বব্যাপী ইন্ট্রানাসাল ভ্যাকসিন তৈরি এবং বিতরণের জন্য কোম্পানির সাথে যোগাযোগ করেছে।iNCOVACC একবার কো-উইন পোর্টালে অন্তর্ভুক্ত হলে ভারত এমন কয়েকটি দেশের মধ্যে একটি হবে যারা কোভিড-এর বিরুদ্ধে টিকাদান কর্মসূচিতে একটি ইন্ট্রানাসাল ভ্যাকসিন চালু করেছে।