নিউজিল্যান্ডে ভোট দেওয়ার বয়স ১৬ হচ্ছে

author-image
Harmeet
New Update
নিউজিল্যান্ডে ভোট দেওয়ার বয়স ১৬ হচ্ছে

নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডে ভোটাধিকারের সর্বনিম্ন বয়স ১৬ করতে যাচ্ছে সরকার। বর্তমানে দেশটিতে ১৮ বছর হলে একজন নাগরিক ভোট দিতে পারেন। কিন্তু প্রচলিত নিয়মে তরুণেরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সোমবার একটি রুল দেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের রুলের পর বয়স কমানোর বিষয়টি আইনসভায় তুলতে দ্রুত একটি খসড়া প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে এ আইন পাস করা কঠিন হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। জেসিন্ডা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বয়স কমানোর পক্ষে। আমার সরকারের জন্য এটা কোনো বিষয়ই নয়। কিন্তু কোনো ইলেক্টোরাল আইন অনুমোদন করাতে হলে ৭৫ শতাংশ সংসদ সদস্যের সমর্থন থাকা দরকার।’