নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম সোমবার ইউক্রেনের জাপোরিঝিয়াতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করেছে। চলতি সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের পর এই সতর্কতার কথা জানালো সংস্থাটি। মার্চে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও রুশ সেনারা একে অপরের বিরুদ্ধে সেখানে গোলাবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ বলেছেন, পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। সারারাত ধরে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর আলোচনা করেছি। রোসাটম প্রধান বলেছেন, দৃশ্যত মনে হচ্ছে কিয়েভ ছোট আকারের পারমাণবিক দুর্ঘটনা মেনে নিতে রাজি আছে। এমন কিছু হলে ইতিহাসের ধারা পাল্টে যাবে। ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সম্ভাব্য সব কিছু করা প্রয়োজন।