নিজস্ব সংবাদদাতাঃ এবার ডেঙ্গুর বলি খোদ প্রশাসনিক কর্তা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার। এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুন। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। তাঁর বয়স ৪২ বছর। একাধিক উপসর্গ থাকায় তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপরই গত ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালেই ভর্তি করা হয় অনির্বাণ হাজরাকে। সেখানেই চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার অনির্বাণবাবুর অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। যদিও তারপর স্থিতিশীল হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনির্বাণ হাজরা।