নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক হামলার পর চিকিৎসাধীন অবস্থায় এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কার্যক্ষমতা হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। গত ১২ আগস্টে নিউইয়র্কে চাওটাওকুয়া ইনস্টিটিউটে বক্তৃতাকালে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা চালায় এক যুবক। সে হামলায় গুরুতর জখম হন তিনি। মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণে বেঁচে যান তিনি। ওয়াইলি বলেন, ‘তার বুকে আরও ১৫টি গভীর ক্ষত রয়েছে এবং তিনি এক চোখ হারিয়েছেন। তার গলায় তিনটি গুরুতর জখম ছিল। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম হয়ে গেছে।’ তবে রুশদি এখনও হাসপাতালে আছেন কিনা, সে বিষয়ে ওয়াইলি কিছু জানাননি।