নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ শুরুর আগেই যেন ময়দান থেকে সরে দাঁড়ালো দিল্লির আম আদমি পার্টি। দিল্লির মেয়র ইলেকশনে প্রার্থী দিচ্ছে না আম আদমি পার্টি। আজ এমনটাই ঘোষণা করলেন দিল্লির আম আদমি পার্টির প্রেসিডেন্ট সৌরভ ভরদ্বাজ।
/anm-bengali/media/media_files/vJZkKbETgiJPVal7BXLF.webp)
তিনি জানান, "এইবারের মেয়র নির্বাচনে আমরা কোনও প্রার্থী দিচ্ছি না। বিজেপি নিজেদের মেয়র নির্বাচন করুক, স্থায়ী কমিটি গড়ুক এবং কোনও অজুহাত ছাড়াই দিল্লি শাসন করুক।" এই ঘোষণার পরেই তীব্র চাপানউতোর শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে।