নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি, উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হলেও অক্টোবরের শুরু থেকেই ভারতের বেশকিছু পার্বত্য অঞ্চলে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। যেমন উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন জায়গা ইতিমধ্যেই তুষারাবৃত হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের চামোলি, পিথোরাগড়, কেদারনাথ, উত্তরকাশি ইত্যাদি পর্যটন কেন্দ্রগুলিতে বরফ পড়েছে।