শীর্ষ মুরগি রপ্তানিকারক এই দেশে বার্ড ফ্লু! বাণিজ্য নিষেধাজ্ঞা জারি
আমেরিকা কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করবে, বললেন ট্রাম্প!
ভারত-পাকিস্তান সংঘাত মার্কিন স্বার্থে নয়, বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ!
"পাকিস্তান বেলুচিস্তানের ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে, সেনাবাহিনী টহল দিতেও ভয় পাচ্ছে"! বালুচ নেতার বড় দাবি
BREAKING: গয়া নয়, পাল্টে গেল নাম!
জেলেনস্কি-পুতিন বৈঠকই পরবর্তী লক্ষ্য! দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়া-ইউক্রেন আলোচনা "প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক"! বললেন তুর্কি কর্মকর্তা
রাশিয়া কিছু "অগ্রহণযোগ্য" কথা বলেছে, দাবি করল ইউক্রেন
পুতিন-ট্রাম্প বৈঠক অপরিহার্য, তবে আগাম প্রস্তুতির প্রয়োজন এবং ফলাফল চাই!

কলকাতার রাজপথে কাঁধে প্যালেস্টাইনের পতাকা নিয়ে যারা ‘মানবতা’র নামে হাঁটে, তারা নিজের রাজ্যে হিন্দুদের উপর চলা অত্যাচার নিয়ে একটা পোস্টারও তৈরি করে না- বামেদের চরম নিশানা তরুণজ্যোতি তিওয়ারির

বামেদের চরম নিশানা তরুণজ্যোতি তিওয়ারির।

author-image
Aniket
New Update
x

 



নিজস্ব সংবাদদাতা: ট্যুইট করে বামেদের চরম নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, 

"চিনে রাখুন এই বামপন্থীদের

সামশেরগঞ্জে যখন হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে নির্মমভাবে খুন হতে হয়, তখন বামপন্থীরা নিঃশব্দ। গোটা রাজ্য দেখেছে, পরিবার থানায় কী অভিযোগ করেছে — তবুও মোঃ সেলিমদের মতো তথাকথিত নেতারা মুখ ফুটে বলতে পারেনি কেন খুন হল তাদেরই সমর্থক, কারা করল এই বর্বরতা।

মুর্শিদাবাদে হিন্দুদের উপর একের পর এক আক্রমণ হয়েছে। ঘরছাড়া, নিপীড়ন, প্রাণনাশ — সবকিছু ঘটেছে খোলাখুলি। কিন্তু একটিও বাম নেতা, একটিও মুখপাত্র সাহস করেনি প্রশ্ন তুলতে — “কারা করছে এইসব?” অথবা “কেন করা হচ্ছে?” যাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে তালা, চোখে ঠুলি।

যখন হিন্দুদের উপর অত্যাচার চলে, তখন বামপন্থীরা চুপ থাকে। আর এই নীরবতার মধ্যেই স্পষ্ট হয়ে যায় এদের স্বরূপ। এরা তখনই চিৎকার করে ওঠে, যখন বিদেশে কিছু ঘটে — আগে ভিয়েতনাম ভিয়েতনাম করে চেঁচাত, এখন প্যালেস্টাইন প্যালেস্টাইন বলে রাস্তায় নামে।

কলকাতার রাজপথে কাঁধে প্যালেস্টাইনের পতাকা নিয়ে যারা ‘মানবতা’র নামে হাঁটে, তারা নিজের রাজ্যে হিন্দুদের উপর চলা অত্যাচার নিয়ে একটা পোস্টারও তৈরি করে না। তাদের মানবতা শুধুই আন্তর্জাতিক — নিজেদের দেশ, নিজের রাজ্যের হিন্দু সমাজের দুর্দশা এদের দৃষ্টিসীমার বাইরে।

এই হল এদের ধর্মনিরপেক্ষতা — যেখানে মুসলিম তোষণই মূল লক্ষ্য, আর হিন্দুদের প্রতিক্রিয়া মানেই ‘communal’ তকমা। একপাক্ষিক এই নীতি শুধুই রাজনৈতিক সুবিধাবাদের প্রতিচ্ছবি।

যদি এদের শরীরে সত্যিই ভারতীয় রক্ত থাকত, যদি এই বামপন্থীদের অন্তরে সামান্য হিন্দুদের প্রতি সহানুভূতি থাকত, তাহলে ব্রিগেড সমাবেশে যেমন প্যালেস্টাইনের পতাকা আর পোস্টারে ছেয়ে যায় ময়দান, তেমনই মুর্শিদাবাদের নিহত হিন্দুদের জন্যও কিছু না কিছু প্রতীক থাকত।

এরা কেউ ধর্মনিরপেক্ষ নয়,  এদের ধর্মনিরপেক্ষতা হলো হিন্দু বিদ্বেষ এবং মুসলমান তোষণ।। PSEUDO SECULAR RUDALI এই কথাটা এদের জন্য যথাযথ প্রযোজ্য।"

তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।

tarunjyotir1.jpg