নিজস্ব সংবাদদাতাঃ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তিনি দেশটির সেনাদের ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন ও দেশটির সমর্থক পশ্চিমাদের পক্ষ থেকে বেলারুশের বিরুদ্ধে স্পষ্ট হুমকি উল্লেখ করে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে এই পরিস্থিতি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। একটি আঞ্চলিক যৌথ সামরিক গ্রুপ মোতায়েনের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন। দুই দিন আগে সেনারা জড়ো হতে শুরু করেছে।
১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় লুকাশেঙ্কোর এই নির্দেশ চলমান ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়া ও বেলারুশের সেনারা যৌথ অভিযানে নামতে পারে।