নিজস্ব সংবাদদাতাঃ দল হেরে গিয়েছে। তবুও মন জয় করেছেন তিনি। মহম্মদ কুদোসের গোল এখন ফুটবল মহলের অন্যতম আলোচনার বিষয়। /)
প্রতিপক্ষ আয়াক্সের ফুটবলার কুদোসের গোল দেখে প্রশংসা করেছেন লিভারপুলের কপচ জুরগেন ক্লপ। আয়াক্স ফুটবলারের প্রশংসা করেছেন থিয়েরি হেনরি। কুদোস দুরন্ত গোল করলেও তাঁর দল লিভারপুলের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে।/)