বৈশ্বিক বাজারের জন্য পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করবে ভারত

author-image
Harmeet
New Update
বৈশ্বিক বাজারের জন্য পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করবে ভারত

নিজস্ব সংবাদদাতা : বিশ্ববাজারের জন্য একটি নতুন পুনর্ব্যবহারযোগ্য রকেট ডিজাইন ও নির্মাণের পরিকল্পনা রয়েছে ভারতের যা স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। এ প্রসঙ্গে মহাকাশ বিভাগের সচিব এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমানাথ জানান, 'আমরা সকলেই চাই আজকের তুলনায় লঞ্চগুলি অনেক সস্তা হোক।'


সপ্তম 'বেঙ্গালুরু স্পেস এক্সপো ২০২২'-এর অনুষ্ঠনে তিনি উল্লেখ করেছেন, 'বর্তমানে কক্ষপথে এক কেজি পেলোড স্থাপন করতে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ মার্কিন ডলার লাগে।এটি করার একমাত্র উপায় হল রকেটটিকে পুনরায় ব্যবহারযোগ্য করা। আজ ভারতে আমাদের লঞ্চ যানে (রকেট) পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি নেই। সুতরাং, GSLV Mk III এর পরে আমরা যে পরবর্তী রকেটটি তৈরি করতে যাচ্ছি তা পুনঃব্যবহারযোগ্য রকেট হওয়া উচিত।"