রাজা সিং-এর বিরুদ্ধে ১০১টি ফৌজদারি মামলা

author-image
Harmeet
New Update
রাজা সিং-এর বিরুদ্ধে ১০১টি ফৌজদারি মামলা



নিজস্ব সংবাদদাতাঃ
পয়গম্বর বিতর্ক মামলায় ফের একবার বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে সাসপেন্ডেড বিজেপি নেতা টি রাজা সিংকে। হায়দ্রাবাদ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পিডি আইনের অধীনে তাঁকে আটক করা হয়েছে ৷ নথি থেকে জানা যায়, তাঁর বিরুদ্ধে দায়ের করা ১০১টি ফৌজদারি মামলার মধ্যে তিনি ১৮টি সাম্প্রদায়িক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন ৷ মঙ্গলহাট পুলিশ তার উপর পিডি আদেশ কার্যকর করেছে, তাকে চেরিয়াপল্লির কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।