রাজপথের পর এবার রাজধানী! আজ থেকে যন্তর মন্তরে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা

আজ বুধবার থেকে যন্তর মন্তরে ধরনায় বসেছেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। দিল্লি পুলিশ থেকে অনুমতি নিয়েই শুরু হল এই প্রতিবাদ।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : ক্ষোভ, হতাশা আর আশাভরসা নিয়ে এবার দিল্লির পথে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। আজ, বুধবার থেকেই যন্তর মন্তরে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের প্রায় ৬০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।সূত্রের খবর, ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে সোমবার রাতেই বাসে করে রওনা দেন তাঁরা। দিল্লি পুলিশের কাছ থেকে আগেই ধর্নার অনুমতি মিলেছিল। সেই মত আজ থেকে শুরু হল তাঁদের ধর্না।

publive-image

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারান। তারপর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন। এবার সেই লড়াই পৌঁছেছে রাজধানীর বুকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও, প্রার্থীরা বলছেন—সরাসরি নিয়োগের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। দিল্লি থেকেই তাঁরা গোটা দেশের সামনে তুলে ধরতে চাইছেন তাঁদের কথা, তাঁদের বেদনা, তাঁদের প্রতিবাদ। সেই মত চাকরি ফিরে পাওয়ার আশায় আজ থেকেই শুরু হচ্ছে যন্তর মন্তরের চাকরি হারাদের আন্দোলন।