ক্যান্সার থেকে হৃদরোগ, একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমতে পারে

author-image
Harmeet
New Update
ক্যান্সার থেকে হৃদরোগ, একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমতে পারে


নিজস্ব সংবাদদাতাঃ
একাধিক জীবনদায়ী ওষুধ কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ আগস্ট গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত সব ওষুধের দাম কমাতে পারে সরকার। এর মধ্যে রয়েছে ক্যান্সার থেকে শুরু করে হৃদরোগ সহ একাধিক গুরুতর রোগের ওষুধ। 



কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মানুষকে স্বস্তি দেবে তা বলাই যায়। বস্তুত, কেন্দ্রীয় সরকার কিছু প্রস্তাব তৈরি করলেও এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, সরকারের তৈরি প্রস্তাবে সিলমোহর দিলে গুরুতর রোগের জন্য ব্যবহৃত ওষুধের দাম ৭০ শতাংশ কমানো হতে পারে।