কীভাবে নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন DG! শিউরে উঠছে সারা দেশ
সুপ্রিম কোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য! এবার বিতর্কিত সাংসদের পাশে দাঁড়ালেন অগ্নিমিত্রা পাল
তিনি আরএসএস মুখ্যমন্ত্রী! উঠল বিস্ফোরক অভিযোগ
বিজেপি সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মানহানির মামলা! কী অভিযোগ সামনে এল
বিহারের নির্বাচনের সময় আদৌ নীতীশ কুমার বিজেপির সঙ্গে থাকছেন! হল বড় খোলসা
রক্তে ভেসে যাচ্ছে মেঝে! নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন ডিজি
ভারী বৃষ্টি, ভূমিধস অচল কাশ্মীর! কবে স্বাভাবিক হবে উপত্যকা
সোমবার বন্ধ থাকবে সমস্ত স্কুল! বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
আইন কি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর জন্য প্রযোজ্য নয়! বড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

শুভেন্দুর বাড়িতে হানা দিল সিআইডি

author-image
Harmeet
New Update
শুভেন্দুর বাড়িতে হানা দিল সিআইডি

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ  শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার তিন সদস্যের সিআইডির দল তদন্তে এল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে। সম্প্রতি মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী  স্বামীর মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে অভিযোগ জানান কাঁথি থানায়। ইতিমধ্যেই সিআইডি চার সদস্যের একটি দল প্রাথমিক তদন্ত চালিয়ে গিয়েছেন শুভব্রতের মহিষাদলের বাড়িতে। এবার তদন্তের কাজ আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে দুপুর নাগাদ তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যান শুভেন্দু অধিকারীর বাড়িতে। সূত্রের খবর যদিও এ সময় উপস্থিত ছিলেন না বাড়িতে শুভেন্দু অধিকারী। আধিকারিকরা দিব্যেন্দু অধিকারিকে কাছে পেয়ে তার সঙ্গেও কথা বলেন। তারা এদিন শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে থাকা নিরাপত্তারক্ষীদের ব্যারাকে যান সিআইডি দলের সদস্যরা । যদিও এখনো পর্যন্ত অধিকারী পরিবারের কোনও সদস্য বা তদন্তকারী দলের কেউই মুখ খোলেননি। তবে অধিকারী পরিবারে সিআইডির প্রবেশ ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।