উদ্ধবকে বলা হয়েছিল, শিবসেনাকে শেষের চেষ্টা করছে NCP, কংগ্রেসঃ বিদ্রোহী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসত

author-image
Harmeet
New Update
উদ্ধবকে বলা হয়েছিল, শিবসেনাকে শেষের চেষ্টা করছে NCP, কংগ্রেসঃ বিদ্রোহী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসত

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় যাচ্ছে, তত মহারাষ্ট্রের 'মহা' নাটকে ব্যাকফুটে পড়ে যাচ্ছেন উদ্ধব ঠাকরে। এই পরিস্থিতিতে  গুয়াহাটি থেকে বিদ্রোহী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসত বলেন, "অতীতে একাধিকধার উদ্ধবজি'কে জানানো হয়েছিল যে শিবসেনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এনসিপি এবং কংগ্রেস। তাঁর সঙ্গে দেখা করার জন্য উদ্ধবজি'র থেকে একাধিকবার সময় চাওয়া হয়েছিল। কিন্তু উনি কখনও দেখা করেননি।"