দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সাত সকালে মাছ ধরার জালে ধরা পড়লো বিশাল আকারের পাইথন, যার আনুমানিক ওজন ৩০ কিলো। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামে।
জানা যায় যে গ্রামের একটি জলাশয়ে মাছ ধরার জালে আটকে পড়ে পাইথনটি। আজ সকালে অসুস্থ পাইথনটি উদ্ধার করে তার চিকিৎসার জন্য চিকিৎসক এনে শারীরিক পরীক্ষা করান ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান। খবর দেয়া হয় বনদফতরে। এলাকার মানুষের দাবি, বনদফতর পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাক। বনদফতরের কর্মীরা না আশায় এলাকাবাসী পাইথনটি ছেড়ে দেয় গভীর জঙ্গলে।