ইউক্রেন ইস্যুতে নতুন মোড়? আলোচনায় আগ্রহী পুতিন, সক্রিয় স্টারমার ও জেলেনস্কি
রাশিয়ার শক্তিশালী পদক্ষেপ: ব্ল্যাক সি-তে ৬টি মিসাইল ক্যারিয়ার ও ৪৬টি কালিব্র মিসাইল
পোপের শেষকৃত্য অনুষ্ঠানে রোমে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া
বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের উদ্দেশ্যে ছাড়া বোয়িংয়ের বিমান মাঝপথেই ফিরল আমেরিকায়
BREAKING : পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক
“আমি একমাত্র শিল্পী”—ট্রাম্পের Truth Social প্রোফাইল পিক এখন হোয়াইট হাউসের দেয়ালে!
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সাইবার স্ক্যাম: কে থামাবে সাইবার দানবদের?
বিশ্বকে শান্তির পথে ডেকে নিয়ে গেলেন জেলেনস্কি—যুদ্ধ থামাতে মস্কোর নির্দেশই চূড়ান্ত!
চীন থেকে আমদানি, শুল্ক আর ভোক্তা খরচ—হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ

গাভাস্করকে ছাপিয়ে গেলেন রুট

author-image
Harmeet
New Update
গাভাস্করকে ছাপিয়ে গেলেন রুট

নিজস্ব সংবাদদাতা: কিংবদন্তি সুনীল গাভাস্করকে ছাপিয়ে গেলেন জো রুট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড। সেখানে ২১১ বলে ১৭৬ রানের দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছেন তিনি। যার ফলে মোট রানের নিরিখে তিনি অতিক্রম করে গিয়েছেন গাভাস্করকে। 

রুটের নামের পাশে এখন রয়েছে সর্বাধিক ১০ হাজার ১৯১। সুনীল গাভাস্করের ছিল ১০ হাজার ১২২ রান।