নিজস্ব সংবাদদাতা: এদিন সংসদে পেশ হলো কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করেছেন৷ আজকের বাজেটে একাধিক খাতে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। আর একইভাবে জানানো হয়েছে, ইলেকট্রনিক্স-সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কমার সম্ভাবনার কথা। বাজেটে বলা হয়েছে, যারা আয়করের দিক থেকে সর্বোচ্চ ১২ লক্ষ টাকা বার্ষিক আয় করেন, সেই সকল ব্যক্তিদের কার্যত আর কর দিতে হবে না। এখানে অনেকের বক্তব্য, আয়কর ছাড় আইওয়াশ, নিত্যদিনের জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে কী আছে? প্রশ্ন সরকারি কর্মচারীদের একাংশের।