নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ইউনিয়ন বাজেট (Union Budget 2025) তথা তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকে তা নিয়ে ক্রমাগত সুর চড়িয়েছে তৃণমূল। ইতিমধ্যে মোদি সরকারের বাজেটকে সরাসরি বিহারের বাজেট বলে নিশানা করেছে তৃণমূল। আর এবার সেই সুরে সুর মিলিয়ে সংসদে কেন্দ্র সরকারকে সরাসরি বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাজেটে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'কেন্দ্রের এই বাজেট মরীচিকাসম'।