Budget 2025: আয়কর ছাড়ের উর্ধ্বসীমা দ্বিগুণ, বেড়ে হল ৫ লক্ষ টাকা

তৃতীয়বারের জন্য মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ছিল আজ। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অন্তর্বর্তী বাজেটে বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। করমুক্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বার্ষিক আয়। মিলবে একাধিক ছাড়।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-02-01 at 16.52.31

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: তৃতীয়বারের জন্য মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) ছিল আজ। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অন্তর্বর্তী বাজেটে বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। করমুক্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বার্ষিক আয়। মিলবে একাধিক ছাড়। ৮০সি-তে বিনিয়োগ করলে মিলবে ছাড়। পাশাপাশি, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব ছাড় বাদ দিয়ে করযোগ্য টাকা ৫ লক্ষের বেশি হলে, বাড়তি আয়ের উপর পুরনো হারেই দিতে হবে কর। ফলে উপকৃত হবেন, চাকরিজীবী, মধ্যবিত্ত ও পেনশনভোগী মানুষ।
 
বর্তমানে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা। বছরে আড়াই লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ৫ শতাংশ কর দিতে হয়। করছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করায় কোষাগারের ওপর ১৮,৫০০ টাকার বোঝা চাপবে। 

এছাড়াও, এদিন আরও কিছু ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী পীযূষ গয়েল। চলতি বাজেটে বলা হয়েছে, ব্যাঙ্ক বা ডাকঘরের ফিক্সড ডিপোজিট থেকে বছরে পাওয়া ৪০ হাজার পর্যন্ত সুদ করমুক্ত। ব্যক্তিগত মালিকানার দ্বিতীয় বাড়ির ক্ষেত্রেও মিলবে  ছাড়। ১০ লক্ষ থেকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ২০ লক্ষ টাকা।