নিজস্ব সংবাদদাতা: গরম বৃদ্ধি পাচ্ছে হুহু করে। এই গরমে ঘুরে আসতে পারেন খিসমা বন থেকে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে বিরনগর নামতে হবে। সেখান থেকে টোটো ধরে চলে যান খিসমা বনে। মাত্র ১০০ টাকাতেই ১ দিন ঘুরে ফেলতে পারবেন এই বনে।